মোহাম্মদপুরের সেনা অভিযানে তিনজন গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকাতে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকৃত মোবাইল ফোন কেনাবেচা ও মাদক ব্যবসার সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের নিকট হতে মাদক, নগদ অর্থ, বিদেশি মুদ্রা ও ছিনতাইকৃত স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে রবিবার রাত ৮টার দিকে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের একটি টহল দল চাঁদ উদ্যান এলাকাতে অভিযান পরিচালনা করেছে। অভিযানে ছিনতাইকৃত মোবাইল ফোনের অবৈধ ব্যবসা ও মাদক কারবারে জড়িত তিনজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন– মো. আলামিন (৩২), মো. মনির হোসেন (৩৮) এবং জয় (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা তালিকাভুক্ত ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাইকৃত স্মার্টফোন কিনে অবৈধভাবে বিক্রি করতেন।
গ্রেফতার তিন আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানাতে হস্তান্তর করা হয় বলে সেনা সূত্র জানায়।
স্বাধীনতার বার্তা / মেবি
