সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মিয়ানমার হতে আসা গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত হয়। আজ রবিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকাতে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছে, সীমান্তের কাছাকাছি এলাকা হতে হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে করে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।

ঘটনার পরপরই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছেন। তারা সীমান্তে নিরাপত্তা জোরদারসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিকট কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত কয়েকদিন যাবত সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি চলে আসছিল। দেশটির রাখাইন প্রদেশে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ, আরাকান আর্মি এবং দেশটির সেনাবাহিনী ত্রিমুখী সংঘর্ষ চলমান ছিল। এরই মাঝে গত বৃহস্পতিবার একজন বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর