ব্যবসায়ীদের চিন্তাভাবনার পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল
দেশের সকল ব্যবসায়ীদের চিন্তাভাবনার পরিবর্তন প্রয়োজন। শুধু নিজের জন্য নয়, দেশের জন্য ব্যবসা করার কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
আজ শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এই কথা বলেছেন।
অর্থনৈতিক সম্মেলনে তিনি আরো বলেছেন, গত ১৫ বছর ধরে যারা লুটপাট করেছেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করলেই সকল সমস্যার সমাধান হবে না। বেকারত্ব যেন না বাড়ে, সে দিকেও আমাদের খেয়াল রাখতে হবে।
ফখরুল বলেছেন, বিএনপি হচ্ছে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রমাণ রেখেছে দলটি। সম্মেলনে জামায়াত আমীর অভিযোগ করেছেন, ব্যবসা টিকিয়ে রাখার জন্য যে সরকারই আসে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা। এর দায় শুধুমাত্র ব্যবসায়ীদের নয়, রাজনৈতিক দলেরও।
মির্জা ফখরুল আরো বলেছেন, শুধুমাত্র অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। সংস্কারের জন্য যেসব বিষয়ে বিএনপি সই করেছে, তার বহু পূর্বেই দলটি এইসব প্রস্তাব উত্থাপন করেছিল বলে জানান তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
