সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

শিশুশিল্পী হিসেবে বেশ পরিচিত সিমরিন লুবাবা মিডিয়া হতে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুধু অভিনয়ই নয়, বরং প্রকাশ্যে আর মুখও দেখাবেন না বলেও জানানো হয়। ইতোমধ্যেই নেকাব পরা শুরু করেন তিনি।

লুবাবার মা জাহিদা ইসলাম জেমি এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছে, লুবাবা নিজের উপলব্ধি হতেই এ সিদ্ধান্ত নিয়েছে। তাঁর ভাষাতে, ‘ও আর মিডিয়াতে কাজ করবে না। মুখ দেখাবে না বলেই নেকাব পরা শুরু করেছে লুবাবা। এই অবস্থাতে মিডিয়াতে কাজ করাও সম্ভব নয়।’ সংস্কৃতিমনা একটি পরিবারে জন্ম লুবাবার। তাঁর দাদা হচ্ছেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণাতেই খুব কম বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে লুবাবা। এরপরে শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ করে পরিচিতি পান তিনি।

কিন্তু বর্তমানে সে পথ হতে সরে এসেছেন তিনি। জেমি জানিয়েছে, ধর্মীয় বই পড়তে পড়তেই লুবাবার মাঝে এ পরিবর্তন আসে। কোরআন খতম দেয়ার পাশাপাশি নানা ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়ন করে সে। এইসব পড়াশোনার দ্বারা জীবনধারাতে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

মিডিয়াতে আর কাজ না করলেও সামাজিক মাধ্যমে কিছু প্রচারণামূলক কাজ নেকাব পরেই করবেন বলে জানান লুবাবার মা। এছাড়াও আগামী রমজানে ওমরাহ পালন করার উদ্দেশ্যে মক্কাতে যাওয়ার পরিকল্পনাও আছে লুবাবার।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর