মেট্রোরেল চলাচল শুরু উত্তরা-আগারগাঁও রুটে
দুর্ঘটনায় একজনের মৃত্যুর জেরে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে আবার। তবে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রো চলাচল এখনো বন্ধ রয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে মেট্রো চলাচল আংশিক শুরু হয় বলে জানিয়েছে এমআরটি লাইন-৬ এর একটি সূত্র।
এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছিলেন, টেকনিক্যাল ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত আপাতত চালু হচ্ছে না। তবে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শিগগির শুরু হবে।
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু : এর আগে ফার্মগেট এলাকায় একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন হাজারো যাত্রী। জরুরি কাজে উত্তরা স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে বের হয়েছিলেন হাসান মাহমুদ। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো টিকিট কেটে প্ল্যাটফর্মে উঠি, কিন্তু ঘোষণা এলো ট্রেন বন্ধ। এতে সবাই হতভম্ব হয়ে পড়ি। ট্রেন কখন চলবে কেউ বলতে না পারায় বাসে চলে গন্তব্যে যাচ্ছি।’
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা: ফাওজুল কবির
সচিবালয়ের সামনে দেখা যায়, মেট্রোরেলের সচিবালয় স্টেশনের গেটে তালা দেওয়া। পুরো স্টেশন ফাঁকা। তবে বাইরে শত শত যাত্রী অপেক্ষা করছেন। এদের অনেকেই জানেন না ঠিক কী কারণে মেট্রোরেল বন্ধ হয়েছে। অনেকে মনে করছেন মতিঝিল স্টেশন হয়তো বন্ধ। তারা সচিবালয় পর্যন্ত হেটে এসে দেখেন এখানেও একই চিত্র। ফলে সরেজমিনে বা সংবাদ মাধ্যমে আস্তে আস্তে মানুষ জানতে পারেন মেট্রোরেল বন্ধের কারণ। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অনেকেই বিকল্প পদ্ধতিতে অর্থাৎ বাস, অটোরিকশা বা রিকশায় করে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন।
