সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফার্মগেট এলাকাতে মেট্রোরেলের একটি পিলার হতে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় রবিবার দুপুর সাড়ে ১২টা হতে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল স্থগিত হয়ে যায়। কিন্ত যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮ মিনিট হতে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছিল।

রাজধানীর ফার্মগেট এলাকাতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামের এক যুবক নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে হতে মেট্রোরেল চলাচল স্থগিত হয়ে যায়।

সোমবার সকালে আবুল কালামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে তার গ্রামের বাড়িতে। জানাজাতে অংশ নিতে ভিড় করেছেন স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী। কান্নায় ভেঙে পড়েছেন মা, ভাই-বোন ও আত্মীয়স্বজন। পরবর্তীতে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর