মেহেরপুরে দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষ
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে রাকেশ নামের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দীতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রাকেশ গাংনী উপজেলার তেরাইল গ্রামের কামিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।
প্রত্যক্ষর্দশীরা জানিয়েছে, সকাল ৯টার দিকে রাকেশ ও তার বন্ধুরা দুইটি বাইক নিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় বিপরীত দিক হতে আসা আরেকটি বাইকের
সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছ। এতে করে দুইটি মোটরসাইকেলে থাকা রাকেশ, শয়ন ও অভিক তিনজন সড়কে পড়ে গুরত্বর আহত হয়ে যায়। দ্রুত তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত বলে ঘোষনা করেন।
শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ার জন্য তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অভিককে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
