সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সোনারগাঁয়ের মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলারডুবির ঘটনায় ২৪ ঘণ্টা পরে গতকাল শুক্রবার বিকালে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও বৈদ্যের বাজার নৌ-পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে মেঘনা নদীর মাঝ নদীতে সিমেন্টসহ এই ট্রলাটি ডুবে গেলে ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকাতে বৃহস্পতিবার বিকালে আমান সিমেন্ট ফ্যাক্টরি হতে রনি সরদার ও শুভ বরিশালে যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ট্রলারে ভর্তি করে নেয়। এরপরে ট্রলারটি মাঝ নদীতে নোঙর করে তারা ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে ট্রলারটির তলা ফেটে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল হতে সন্ধ্যা অব্দি তল্লাশি চালিয়ে নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করেন। নদীতে প্রবল স্রোত থাকার জন্য ওই দিন উদ্ধারকাজ বন্ধ করা হয়। শুক্রবার সকাল হতে ফের উদ্ধারকাজ শুরু করে বিকেল ৪টার দিকে তাদের লাশ পাওয়া যায়। সোনারগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানিয়েছে, ট্রলারের তলা ফেটে পানিতে তলিয়ে যাওয়া নিখোঁজ দুজনের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ২৪ ঘণ্টা চেষ্টার পরে তাদের লাশ উদ্ধার করা হয়। নদীতে স্রোত বেশি থাকার কারণে লাশ উদ্ধারে সময় লেগেছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর