ওসমান হাদীর ইন্তেকালে শীলন সভাপতি মাসউদুল কাদিরের শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শীলন বাংলাদেশ সভাপতি ছড়াশিল্পী হাফিজ মাওলানা মাসউদুল কাদির।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শীলন বাংলাদেশ সভাপতি ছড়াশিল্পী হাফিজ মাওলানা মাসউদুল কাদির এসব কথা বলেন।
শোকবার্তায় হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, শরীফ ওসমান হাদি বাংলাদেশপন্থী জাগরণের প্রতীক হিসেবে বেঁচে থাকবেন সবসময়। সমাজ ও দেশ বিরোধী সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য মানুষ শরীফ ওসমান হাদির এ ত্যাগ কখনো ভুলবে না। তার ইন্তেকালে দেশ একজন চিন্তাশীল ও সংগ্রামী মানুষকে হারালো।
হাফিজ মাওলানা মাসউদুল কাদির আরও বলেন, আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দিন।
শরীফ ওসমান হাদির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মাসউদুল কাদির বলেন, ওসমান হাদির সন্তান ও পরিবারকে সবধরনের সহযোগিতা করতে হবে। হাদি দেশের জন্য জীবন দিয়েছে। আধিপত্যবাদবিরোধী যুদ্ধে শহীদ হয়েছে হাদি। বীর ওসমান হাদির প্রতি যথাযত সম্মান দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
