মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকাতে ককটেল বিস্ফোরণ
চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝেই মানিকগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাতে দুই রিকশাচালক আহত হয়েছে। আহতরা হলো মানিকগঞ্জ পৌরসভার বান্দুটি এলাকার সাগর আলী এবং মো. নবীর হোসেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টা হতে ১১টার মাঝে জেলার বাসস্ট্যান্ড ও সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকাতে এই বিস্ফোরণগুলো ঘটেছে। এ নাশকতার ঘটনাতে তাৎক্ষণিকভাবে ৩ জনকে আটক করে পুলিশ।
জানা গেছে, রাত ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদম্য ৭১ ভাস্কর্যের সামনে এক সাথে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরই প্রায় ২০ মিনিট পরে ইউনাইটেড হাসপাতালের সামনে আরো একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। কিছুক্ষণ পরই সাটুরিয়ার গোলড়া বাসস্ট্যান্ড এলাকাতে চতুর্থ বিস্ফোরণ ঘটেছে।
অপর দিকে গোলড়া বাসস্ট্যান্ডের এক ব্যবসায়ী বলেছেন, তার দোকানের সামনে একটি কালো মাইক্রোবাস থামে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঢাকার দিকে চলে যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
