মানিক মিয়া অ্যাভিনিউতে হাজারো মানুষের ঢল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাতে অংশ নেওয়ার জন্য বুধবার (৩১ ডিসেম্বর) সকাল হতেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে।
দেশের নানা প্রান্ত হতে আসছেন মানুষ, বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য। তাদের চোখে মুখে একজন আপসহীন নেত্রীকে হারানোর বেদনা স্পষ্ট দেখা যাচ্ছে।
সকাল সাড়ে ১১টার দিকে দেখা যায়, জানাজার আড়াই ঘণ্টা বাকি থাকলেও হাজার হাজার মানুষ অবস্থান করছে সংসদ ভবন এলাকাতে। আসছেন আরো অনেক মানুষ। জনতার স্রোত ধীরে ধীরে বাড়ছেই।
ইতোমধ্যেই আসা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভিড় সামলানোর জন্য ও জানাজা সহজ করার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে। গেট খুলে দেওয়ার সাথে সাথে হাজার হাজার জনতা ঢুকে পড়েন। দক্ষিণ প্লাজা এলাকার দুটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
