সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মামলা জট কমানোর জন্য সকলের সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গতকাল

রবিবার (৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি।

প্রধান বিচারপতি বলেছেন, বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেছেন, বিচার বিভাগ সিন্ডিকেট মুক্ত করার জন্য প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন ।

এই সময় বিগত আওয়ামী লীগের আমলে সুবিচারের নামে অবিচার করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, নিম্ন আদালতের জামিন বাণিজ্য আমাদের বন্ধ করতে হবে। মিথ্যা চার্জশিট দেওয়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর