রেসিডেন্সিয়াল কলেজের পাশে উদ্ধার করা হলো মা-মেয়ের লাশ
রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে হতে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়। আজ সোমবার (৮ ডিসেম্বর) সকাল বেলা তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেন।
নিহত মায়ের নাম লায়লা আফরোজ ও মেয়ের নাম নাফিসা। লায়লার বয়স হচ্ছে ৪৮ বছর ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স হচ্ছে ১৫ বছর।
লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার এক স্কুলের শিক্ষক বলে জানা যায়। সকাল বেলা তিনি কাজের জন্য বাইরে গিয়েছিলেন। এরপরে সাড়ে ১০টার দিকে বাসাতে ফিরে স্ত্রী-কন্যার লাশ দেখতে পান বলে পুলিশকে জানান।
স্বাধীনতার বার্তা / মেবি
