'কোমায় থেকেও মুচকি হাসিতে সালামের জবাব দেন ফিদায়ে মিল্লাত'
ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়েদ আস‘আদ মাদানী (রহ.) কোমায় থেকেও সালামের জবাব মুচকি হাসিতে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যেদ মাহমুদ আসআদ মাদানী । তিনি বলেন, কায়েদে পাকিস্তান হযরত মাওলানা ফজলুর রহমান আমার বাবাকে দেখতে গিয়েছিলেন। তখন হযরত ফিদায়ে মিল্লাত কোমায় ছিলেন। মেশিনের সাহায্যে বুঝতে পারতাম তিনি বেঁচে আছেন। কখনো তাসবিহ হাতে ধরিয়ে দিলেতাসবিহ চালু হয়ে যেতো। একদিন কায়েদে পাকিস্তান এলেন। কেবিনে প্রবেশ করেই জোরে সালাম দিলেন। বাবা যেনো বুঝতে পারলেন কেউ তাকে সালাম জানিয়েছে। তিনি অনেকগুলো মানুষের সামনেই মুচকি হাসলেন।
নিজের বাবার স্মৃতিচারণ করে মাহমুদ মাদানী বলেন, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়েদ আস‘আদ মাদানী (রহ.) ছোট বেলায় রোজা রাখতে পছন্দ করতেন। একবার রোজা রেখে অসুস্থ হয়ে গেলেন। শিশু অবস্থায় এমন রোজা রাখার প্রবণতা সাধারণত দেখা যায় না। তবে তিনি এ প্র্যাক্টিস করতেন। অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখালেন। অভিজ্ঞ ডাক্তার বলেন, রোজা ভাঙতে হবে। শরীরের যে কন্ডিশন রোজা না ভাঙলে বিপদ হতে পারে।
হযরত ফিদায়ে মিল্লাতের মা ছিলেন অত্যন্ত পরহেজগার নারী। তিনি দেখলেন, বেলা বয়ে গেছে। বললেন, এখন রোজা পূর্ণ করুক।
ডাক্তার বললেন, বিপদ হতে পারে। হযরত ফিদায়ে মিল্লাতের মা বললেন, বিপদ হলে হোক, বাঁচুক বা না বাঁচুক রোজা পূর্ণ করুক। এমন দরদিয়া নারীর উদরে জন্ম নিয়েছেন হযরত ফিদায়ে মিল্লাত রহ.।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ভারতের দারুল উলুম দেওবন্দের প্রধান পৃষ্ঠপোষক ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়েদ আস‘আদ মাদানী (রহ.) এর জীবন ও কর্ম বিষয়ক ‘আন্তর্জাতিক ফিদায়ে মিল্লাত কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়া ও ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মাসরুর আহমদ। সম্মেলনটি যৌথভাবে পরিচালনা করেন মুফতি নাছির উদ্দিন খান, মুফতি জাবের কাসেমী, মাওলানা সাইফুদ্দিন ইউছুফ ফাহিম ও মুফতি ইমরানুল বারী সিরাজী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
মাওলানা আস‘আদ মাদানীর ছোট ছেলে মাওলানা মওদুদ মাদানী, জমিয়তে উলামা পাকিস্তানের মাওলানা খালেদ সিদ্দিকী এমপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জমিয়তে উলামা পাকিস্তানের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল গফুর হায়দারী, মাওলানা ফয়সাল নাদিম, মুফতি শাহ সদরুদ্দিন (ইউরোপ), মাওলানা আলিমুদ্দিন দুর্লভপুরী, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা ড. শুয়াইব আহমদ, মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা শেখ নূরে আলম হামিদী, মাওলানা জামিল আহমদ আনসারী, মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা শামসুল আরেফিন খান সাদী, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা আবুল হোসেন চতুলী ও মাওলানা আবির প্রমুখ।
