সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কমছে শিক্ষার্থী বেড়েছে মাদরাসায়
নিউ এইজ পত্রিকার আজকের (২৬ অক্টোবর) শীর্ষ খবর ‘Students drop in general education, rise in madrassahs’ অর্থাৎ বাংলাদেশে মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বাড়ছে।
বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিকস (ব্যানবেইস) প্রকাশিত শিক্ষা পরিসংখ্যান ২০২৪ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে স্কুল ও কলেজে শিক্ষার্থীর সংখ্যা কমেছে কয়েক লাখ, যেখানে একই সময়ে মাদ্রাসার শিক্ষার্থী বেড়েছে প্রায় আড়াই লাখ।
২০২৪ সালে স্কুল স্তরে শিক্ষার্থী ছিল ৯০ লাখ ৬৩ হাজার ৪২২ জন, যা ২০২০ সালের তুলনায় প্রায় ১২ লাখ কম। অন্যদিকে মাদ্রাসায় শিক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৯৬ হাজারের বেশি।
শিক্ষাবিদদের মতে, দারিদ্র্য বৃদ্ধি, উচ্চশিক্ষা ব্যয়, শিশু শ্রম এবং ধর্মভিত্তিক রাজনৈতিক প্রভাব এই পরিবর্তনের মূল কারণ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. মঞ্জুর আহমেদ বলেন, স্কুল ও কলেজে পড়াশোনা এখন অনেক ব্যয়বহুল। ফলে অনেক পরিবার সন্তানদের মাদ্রাসায় পাঠাচ্ছে, যেখানে খরচ কম।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে ২১.২ শতাংশে পৌঁছেছে, যা গত অর্থবছরের তুলনায় বেশি। স্থানীয় গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের তথ্যেও দেখা যায়, ২০২২ সালের ১৮.৭ শতাংশ থেকে ২০২৫ সালে দারিদ্র্যের হার বেড়ে হয়েছে ২৭.৯৩ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক সংকট ও শিক্ষা ব্যয়ের বোঝা অনেক পরিবারকে সাধারণ শিক্ষা থেকে দূরে ঠেলে দিচ্ছে, কেউ সন্তানদের মাদ্রাসায় পাঠাচ্ছেন, কেউ আবার কাজ শেখাচ্ছেন জীবিকা নির্বাহের জন্য। সূত্র : বিবিসি বাংলা
