সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে একজন মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হলো নাজিম উদ্দিন (১৩)।

সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত আল মাদরাসাতুল ইসলামিয়া মাখযানুল উলুম নামের এক মাদ্রাসার দ্বিতীয় তলার শয়নকক্ষ হতে তার মরদেহ উদ্ধার করা হয়। নাজিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের একজন বাসিন্দা। নাজিম ২৬ পারা হেফজ শেষ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, নাজিম হত্যাকাণ্ডে অভিযুক্ত তারই সহপাঠী আবু সাইদকে ছুরিসহ আটক করা হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা যায়, আল মাদ্রাসার দ্বিতীয় তলার ওই শয়নকক্ষে একসাথে মোট ১৪ জন শিক্ষার্থী থাকতেন। রাত ৩টায় চিৎকার শুনে দায়িত্বে থাকা শিক্ষক আবু রায়হান লাইট জ্বালিয়ে দেখেছেন নাজিম উদ্দিনকে তার সহপাঠী আবু সাইদ গলা কেটে হত্যা করেছে। পরে এই বিষয়টি মাদ্রাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে লাভ উদ্ধার করে ও অভিযুক্তকে আটক করেছে।

সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন বলেন, ‘আটক আবু সাইদ আমাদের হেফাজতে আছে। নিহত নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান আছে।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর