সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মাদারীপু‌রে বেপ‌রোয়া গ‌তির প্রাইভেটকা‌রের চাপাতে এক শিশু নিহত হয়। ঘটনাস্থ‌লেই বিক্ষুব্ধরা ঘাতক সেই প্রাইভেটকার‌টি‌কে আগু‌নে পু‌ড়ি‌য়ে দেয়। এই সময় আরো এক শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সদর উপ‌জেলা‌র বাহাদুরপুর ইউনিয়‌নের হ‌বিগঞ্জ ব্রিজের নিকট এই ঘটনাটি ঘ‌টে‌ছে বলে জানায় সদর থানা পু‌লিশ।

পু‌লিশ ও স্থানীয় স‌ূ‌ত্রে জানা যায়, মাদারীপুর শহ‌রের পুরান বাজা‌র পোষ্ট অ‌ফি‌স এলাকার বাসিন্দা আমে‌রিকা প্রবাসী ও ব‌্যবসায়ী জু‌য়েল চৌধুরীর অষ্টম শ্রেণি পড়ুযা ছে‌লে সাদমান চৌধুরী (১৪) তার চারজন বন্ধু‌ নি‌য়ে শুক্রবার বি‌কে‌ল বেলা নি‌জে‌দের গা‌ড়ি নি‌য়ে লং ড্রাইভে বাসা হতে বের হন। এরপর সন্ধ‌্যার পূর্বে শিবচর উপ‌জেলার শেখপুর ব্রিজের নিকট বেপ‌রোয়া গ‌তি‌তে চালা‌নো প্রাইভেটকার‌টি এক ব‌্যক্তি‌কে ধাক্কা দি‌লে স্থানীয় লোকজন সাদমান চৌধুরী‌কে ধাওয়া দেওয়া শুরু করে। এই সময় সাদমান আরও দ্রুতগ‌তি‌তে মাদারীপুর শহ‌রের দি‌কে আসার প‌থে মাদারীপুর সদর উপ‌জেলার বাহাদুরপুর ইউনিয়‌নের হ‌বিগঞ্জ ব্রিজের নিকট স্থানীয় দে‌লোয়ার কাজীর ছেলে সুর‌িয়া কাজী‌কে (১০) চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই সে শিশু মারা যায়। এই সময় মীম আক্তার (১০) না‌মের আরেক শিশু গুরুতর আহত হয়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে। এ ঘটনার পরপরই এলাকাতে উত্তেজনা ছ‌ড়ি‌য়ে পড়‌লে বিক্ষুব্ধ জনতা সেই প্রাইভেটকার‌টি আগু‌নে পু‌ড়ি‌য়ে দেয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর