সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। সেই সাথে এটি ঘনীভূত হওয়ার ধারণা করছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

এতে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি সকল এলাকাতে অবস্থান করছে। এছাড়াও মৌসুমের স্বাভাবিক এই লঘুচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটির একটি বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। এই অবস্থাতে আগামী শনিবারের (২২ নভেম্বর) মাঝে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকাতে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরপর এটি ধীরে ধীরে ঘনীভূত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি সপ্তাহে দেশের আর কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কিন্তু অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানা যায়। একই সাথে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা হতে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়াও সারা দেশের রাত ও দিনের তাপমাত্রার তারতম্য হতে পারে বলে ধারণা করা যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর