মিরপুরের আগুনে ১০ জনের লাশ শনাক্ত
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কারখানার আগুনে পুড়ে মারা যাওয়া ১৬ জনের মাঝে ১০ জনের মরদেহ শনাক্তের দাবি করছেন স্বজনেরা।
এই তথ্য জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, প্রতিটি লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। কিন্ত ১০ জনের লাশ শনাক্তের দাবি করেছেন স্বজনেরা। ভবিষ্যতের সমস্যা এড়াতে এখন প্রতিটি লাশের ডিএনএ টেস্ট করা হবে। পুলিশ ও জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্বজনদের নিকট আপাতত এ ১০টি লাশ হস্তান্তর করা যাবে।
শিয়ালবাড়ির একটি টিনশেড দোতলা রাসায়নিক গুদামে গতকাল মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১১টায় আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে যায়। পরবর্তীতে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান হতে ১৬টি লাশ উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া ১৬টি লাশ গতকাল সন্ধ্যার পরে ময়নাতদন্তের উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ দুপুরের দিকে তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেছেন, ৯ জন পুরুষ ও ৭ জন নারীর মোট ১৬ জনের লাশ এখানে এসেছে। সে লাশগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। স্বজনেরা চাইলে, আর পুলিশ অথবা জেলা প্রশাসন অনুমতি দিলে শনাক্ত হওয়া লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
