সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বান্দরবান জেলার লামা উপজেলাতে মুরগীবাহী একটি পিকআপ গাড়ি উল্টে মোস্তফা কামাল নামের এক চালক নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি এলাকাতে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত গাড়িচালক মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা পাড়ার বাসিন্দা সিরাজুল হকের ছেলে ছিলেন। স্থানীয় সূত্রমতে, মুরগির খাদ্যবোঝাই করে ফ্রেশ কোম্পানির একটি গাড়ি চকরিয়া উপজেলা হতে লামা উপজেলাতে যাচ্ছিল। এই সময় গাড়িটি সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকাতে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পাওয়ার পর স্থানীয়দের সহায়তাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ পুলিশ সদস্যরা দুর্ঘটনায় পতিত গাড়ি হতে চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে দায়িত্বরত চিকিৎসকরা চালক মোস্তফা কামালকে মৃত বলে ঘোষণা করেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর