লালবাগে একটি প্লাস্টিক গোডাউনে আগুন
আজ পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ হতে এই তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় আনুমানিক ১টা ৫০ মিনিটে। লালবাগের ২টি, হাজারীবাগের ২টি ও পলাশী হতে ২টি মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সিদ্দিকবাজার হতে আরো ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে
জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
