লালবাগে একজন কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা
রাজধানীর লালবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার মূল আসামি আবিরকে গ্রেফতার করা হয়।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর বেলা র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাহিনীর লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, এই ঘটনার পরেই আবিরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অবশেষে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এইদিকে, মঙ্গলবার বিকেলবেলা গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্টন মডেল থানা এলাকাতে একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ১০। এই সময় তাদের নিকট হতে র্যাবের ভুয়া আইডি কার্ড, হ্যান্ডকাফ, ওয়াকিটকিসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
