সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ক্যানসার আক্রান্ত ৭ বছর বয়সের শিশু মোয়াজের পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট করেন মা রোকাইয়া তাহসিনা। আজ (১৪ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চে এ শুনানি হয়েছে। শুনানি শেষে আগামীকাল (বৃহস্পতিবার) আদেশ দিবে হাইকোর্ট।

জানা গেছে, গত ১১ই জানুয়ারি ক্যানসার আক্রান্ত ৭ বছরের শিশু মোয়াজের পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য তার বাবার নিকট বারবার আবেদন জানিয়েছেন মা রোকাইয়া তাহসিনা। আদালত শুনানি করে ক্যানসার আক্রান্ত সন্তানকে বিদেশে নেওয়ার জন্য বাবা মাকে এক সাথে বসে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু করার মৌখিক আদেশ দেন। দু'জনের সম্মতিক্রমে সকল কাগজপত্র হাইকোর্টে দাখিলের নির্দেশ দেন।

শিশুটির মা রোকাইয়া তাহসিনা জানিয়েছেন, তাদের স্বামী-স্ত্রী ডিভোর্স হয়ে গেছে। তবে তাদের একমাত্র সন্তান মোয়াজ ক্যানসার আক্রান্ত হয়ে বর্তমানে চতুর্থ ধাপে রয়েছে। তবে মোয়াজের বাবা তার পাসপোর্ট আটকে রাখার জন্য, সন্তানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে নানা বাধা তৈরি হচ্ছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর