কুষ্টিয়াতে নির্বাচন অফিসে আগুন
কুষ্টিয়াতে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটেছে। এরপরে সকাল সাড়ে ৯টায় ওই কার্যালয়ে গিয়েছেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। সকাল ১০টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, ভবনের পিছন দিকের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় নির্বাচন অফিসার।
নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। তারা তখন দোতলাতে ছিলেন। ধোঁয়া ও আগুনের গন্ধে নিচে নেমে তারা আগুন দেখতে পান।
ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, জেলা প্রশাসকও দেখেছেন। এখানে স্টোর রুমে একটি আগুন লাগার ঘটনা ঘটে। এখন কীভাবে এই আগুন লেগেছে বা কারা দিয়েছে সেটি খতিয়ে দেখছি।
স্বাধীনতার বার্তা / মেবি
