সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দু-পক্ষের সংঘর্ষের ফলে ৩ জন নিহত হয়েছে। এই সময় গুরুতর আহত হয়েছে আরো ৫ জন।

আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহতরা হলেন, আলতাফ (৫০), এরশাদ(৩৫), কুলসুম বেগম (৫০)। আহত সকলকে কুড়িগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ১৬ শতক জমি নিয়ে নুর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মাঝে বিরোধ চলছে। যার জের ধরে আজ সংঘর্ষে জড়িয়েছে দু'পক্ষের লোকজন। এতে করে ঘটনাস্থলেই মারা যান আলতাফ, এরশাদ ও কুলসুম।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। বর্তমানে ওই এলাকাতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর