কুমিল্লাতে ট্রাক্টর চাপায় নিহত ৩
কুমিল্লাতে তিতাস উপজেলাতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে তিনজন নারী নিহত হয়েছে। এই দুর্ঘটনাতে একজন শিশু আহত হয়। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলার রাজাপুর এলাকাতে এই দুর্ঘটনা ঘটেছে।
এই ঘটনায় নিহতরা হলেন, রাজাপুর গ্রামের শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী শামছুন্নাহার (৪০)।
পুলিশ ও স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর বেলা তিনজন নারী নদীতে গোসল করতে নামেন। এই সময় বেপরোয়া গতিতে আসা একটি বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এই সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
এরপর খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু ট্রাক্টরের নিচে আরো কেউ চাপা পড়েছে কিনা সেটি তল্লাশি করছে ফায়ার সার্ভিস।
স্বাধীনতার বার্তা / মেবি
