কোস্ট গার্ডের এক অভিযানে বিদেশি মদসহ একজন আটক
সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে দুই লাখ টাকা মূল্যের বিদেশি মদসহ এক জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর বেলা এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকাতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা হতে আনুমানিক ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের মোট ৪১ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন পশ্চিম কৈখালী গ্রামের, গোলাম রব্বানী গাজী পুত্র শফিকুল ইসলাম (৪১)।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত বিদেশি মদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এই বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বলেছেন, মাদকের ভয়াবহ আগ্রাসন হতে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষার জন্য কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্বাধীনতার বার্তা / মেবি
