কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক
রাজধানীর রায়েরবাজারের ক্যান্সার গলিতে একটি অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করে সেনাবাহিনী। এই সময় তাদের নিকট হতে ১৫টি ধারালো ছুরি ও ৩টি সামুরাই উদ্ধার করা হয়েছে।
গতকাল (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা হতে রাত ৩টা অবধি পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার রায়েরবাজার এলাকাতে কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। এই সময় একটি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র প্রদর্শন করে ওই সমাবেশে হামলার চেষ্টা চালিয়েছে।
এরপরে সেনাবাহিনীর হটলাইন নম্বরে ফোন পেয়ে বসিলা আর্মি ক্যাম্প হতে চারটি আভিযানিক দল ঘটনাস্থলে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টা হইতে ভোর ৩টা অবধি পরিচালিত এই অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
স্বাধীনতার বার্তা / মেবি
