খুলনায় আবারো সন্ত্রাসীদের গুলি
খুলনাতে ৯ ঘণ্টার ব্যবধানে আবারো গুলির ঘটনা ঘটে। গতকাল রবিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর লবণচরা থানা এলাকাতে কাজী সম্রাট নামের এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা।
আহত সম্রাট খুলনা শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর পূর্বে, রবিবার বেলা ১২টার দিকে খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাহিরে দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হাসিব ও রাজন নামের এই দুই ব্যক্তি একটি অস্ত্র মামলাতে আদালতে হাজিরা দিয়ে বের হচ্ছিলেন। তখন তারা এই হামলার শিকার হন।
রাতের ঘটনা নিয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম বলেছেন, স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। এই সময় মুখোশ পরা তিনজন একটি মোটরসাইকেলে করে এসে সম্রাটের হাতে গুলি ও মাথাতে পিস্তল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তিনি আরো জানিয়েছেন, হামলাকারীদের শনাক্তে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
