আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির পরামর্শ সভা
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা রাষ্ট্রীয় দায়িত্ব
কাদিয়ানী সম্প্রদায় ইসলামের মূল বিশ্বাস, শেষ করে খতমে নবুয়ত-এর পরিপন্থী মতবাদ প্রচার করে। এই বিশ্বাস মুসলিম উম্মাহর সর্বজনীন আকীদার পরিপন্থী এবং তা মুসলিম পরিচয়ের সাথে সাংঘর্ষিক।কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, জাতীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতার জন্যও জরুরি।
আগামী ১৫ নভেম্বর ২০২৫, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর দিলু রোড মাদ্রাসায় বাস্তবায়ন কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর রাজধানীর দিলু রোড মাদরাসা মিলনায়তনে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে ও মাওলানা আবুল কাসেম আশরাফীর সঞ্চালনায় এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহবায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব মধুপুর বলেন,
বিশ্বের বহু মুসলিম রাষ্ট্রের মতো বাংলাদেশেও সংবিধান ধর্মীয় স্বাধীনতা স্বীকার করলেও ইসলামের মৌলনীতি বিরোধী উপাদানকে মুসলিম পরিচয়ে চালানোর সুযোগ নেই। ইসলামি শরিয়তের দৃষ্টিতে ও উলামায়ে কেরামের সর্বসম্মত অভিমত অনুযায়ী, যারা নবুওয়াতের দরজাকে খোলা মনে করে, তারা মুসলমান নয়।
আরো উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রব ইউসুফী, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি মুহাম্মাদ আলী কাসেমী, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা জুনায়েদ আল হাবিব, জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা মীর ইদ্রীস, মাওলানা নূর হুসাইন নূরানী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতী সাঈদ নূর, মাওলানা নুরুল হক হামিদী, মাওলানা মিজানুর রহমান কাসেমী, মুফতি সালাহ উদ্দিন দিল রোড, মাওলানা কেফায়েতুল্লাহ আযহারী,মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা উবায়দুল্লাহ্ কাসেমী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা নাজমুল হাসান বিন নুরী, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি সফিক সাদী, মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা হারুনুর রশীদ, মুফতি কামালুদ্দীন মাসরূর, মুফতি খালেদ সাইফুল্লাহ নুমানী, মাওলানা আব্দুল গাফফার প্রমুখ।
সভায় সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের-এর উদ্যোগে ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্বাবধানে আয়োজিত আগামী ১৫ ই নভেম্বর'-২৫ ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফলের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, কামিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন আগামী ১৫ নভেম্বর'-২৫ ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ -এর উদ্যোগে ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্বাবধানে অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ
