আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে প্রতিবেদন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 'অত্যন্ত সংকটাপন্ন' অবস্থাতে হাসপাতালে ভর্তি হয়েছেন এরূপ খবর উঠে এসেছে নানা আন্তর্জাতিক গণমাধ্যমে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, গালফ নিউজ ও ডন নিউজসহ নানা নিউজ চ্যানেলে বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
খালেদা জিয়ার পরিবার ও রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণকে তার অতিদ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানায়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা বিগত ৩ দিন যাবত একই পর্যায়ে আছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মেডিকেল বোর্ড দিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রবিবার (৩০ নভেম্বর) সকাল হতে অপেক্ষা করছিলেন লিটন মোল্লা, যিনি একজন প্রাইভেট কোম্পানির চালক।
তিনি বলেছেন, 'খালেদা জিয়ার অবস্থার কথা শুনে আমি তাড়াহুড়ো করে এখানে এসেছি। তিনি হচ্ছেন আমার প্রিয় নেত্রী। আমি মন থেকে দোয়া করি তিনি যাতে সুস্থ হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। এ মুহূর্তে বাংলাদেশের জন্য খালেদা জিয়ার মতো একজন নেত্রীর খুব প্রয়োজন।'
স্বাধীনতার বার্তা / মেবি
