বেগম জিয়া সুস্থ হবেন বলে আশাবাদী মেডিকেল বোর্ড
মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেইটের সামনে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে একটি ব্রিফিংয়ে তিনি এইকথা বলেছেন।
ডা. জাহিদ হোসেন বলেছেন, মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী, উনার যে শারীরিক জটিলতা, সেটি হতে আপনাদের দোয়া ও আল্লাহ’র অশেষ মেহেরবানীতে দ্রুত সুস্থ হবেন। বিদেশে যাওয়ার বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। মেডিকেল বোর্ড যখন সঠিক মনে করবেন, শারীরিকভাবে মনে হবে উনাকে সেইফলি ট্রান্সফার করা যাবে, ঠিক তখনই উনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
