বন্ধ হয়েছে খালেদা জিয়ার পাকস্থলির রক্তক্ষরণ
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হলো। এন্ডোসকপির দ্বারা তার পাকস্থলির ভিতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানানো হয়।
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল বেলা তার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সূত্রে এই তথ্য জানা যায়।
গত ২৩ নভেম্বর হতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে নানা সময়ে জানান বিএনপি নেতারা।
এর মাঝে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসাতে সহায়তা করতে যুক্তরাজ্য ও চীন হতে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসকের দল। তাদের পর্যালোচনার পরে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার জন্য সিদ্ধান্তে পৌঁছায় মেডিকেল বোর্ড।
এইজন্য, খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ হতে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল ঢাকাতে। কিন্তু কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে।
কিন্তু, বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাবে। এইটি জর্জিয়ার তিবলিসি হতে ঢাকাতে আসবে বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
