খালেদা জিয়ার লন্ডন যাত্রায় ব্যাঘাত
কারিগরি ত্রুটির জন্য আজ (৫ ডিসেম্বর) আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। যার ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেছেন, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামীকাল শনিবার ঢাকাতে এসে পৌঁছতে পারে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনাতে আসবে।
তিনি বলেছেন, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তবে আগামী রবিবার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়বেন।
এইদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় এসেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
