বেগম খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু তার বাসাতে ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এই তথ্য জানান ডা. শাহাবুদ্দিন তালুকদার।
এর পূর্বে রবিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর জানানো হয় যে তার হার্ট ও ফুসফুসে ইনফেকশন আছে। খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে চিকিৎসাধীন রয়েছে।
তার দলের পক্ষ হতে তার সুস্থতার হতে তার ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার খোঁজ রাখেন বলে জানা যায়। ঢাকাতে তার পাশে রয়েছে ছোটো ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
স্বাধীনতার বার্তা / মেবি
