কারওয়ান বাজারে চাঁদাবাজি করার বিরুদ্ধে মানববন্ধনে হামলা
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা চালায় দুর্বৃত্তরা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাতে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও অবধি ঘটেছে।
ব্যবসায়ীদের অভিযোগ ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারের চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। কারওয়ান বাজারে চাঁদা আদায় বন্ধ করার জন্য ও আব্দুর রহমানের গ্রেফতারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন।
তাদের দাবি হচ্ছে, শান্তিপূর্ণ মানবন্ধনে আব্দুর রহমানের অনুসারীরা আতঙ্কিত হামলা চালিয়েছে। এতে করে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হন। কিন্তু এই বিষয়ে অভিযুক্ত আব্দুর রহমানের বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
