সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আজ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মুরাদ হোসেন (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থাতে হাসপাতালে নিয়ে এলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জানা গেছে, মারা যাওয়া মুরাদ হোসেন আওয়ামী লীগ হতে নির্বাচিত মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তার বাবার নাম হলো আমজাদ হোসেন শিকদার।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কারারক্ষীরা বন্দি মুরাদ হোসেনকে অচেতন অবস্থাতে হাসপাতালে নিয়ে আসেন। এরপরে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন ও মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে ময়নাতদন্তের উদ্দেশ্যে মর্গে রাখা আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর