সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল বেলা কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিল ফার্মের মাঠের রাস্তার পাশ হতে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওমর আলী কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের ছাত্তার শেখের ছেলে বলে জানা যায়।

 

স্থানীয়রা বলেন, ফার্মের মাঠের রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। এরপরে পুলিশ এসে তার পকেটে থাকা মোবাইল দিয়ে পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করে। ওমর আলীকে কুপিয়ে ও গলাতে ফাঁস দিয়ে হত্যার পরে নসিমনটি ছিনতাই করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল বেলা নসিমন নিয়ে বাড়ি হতে বের হয়েছিলেন তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে নসিমন ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর