সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কাতে মোমিন মোল্লা (৪৫) নামের একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর বেলা জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা-বটতলী বাইপাস সড়কের বিসিক এলাকাতে এ দুর্ঘটনা ঘটেছে।  

নিহত মোমিন মোল্লা সদর উপজেলার বম্বু ইউনিয়নের হিচমী মোল্লা পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে বলে পরিচয় জানা যায়।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোমিন মোল্লা ভ্যানে করে যাত্রী নিয়ে বটতলী বাজারে যাচ্ছিলেন। পথেই পাকার মাথা-বটতলী বাইপাস সড়কের বিসিক এলাকাতে পৌঁছালে, বটতলী হতে পাকার মাথাগামী একটি ট্রাক ওই ভ্যানচালককে ধাক্কা দেয়। এই সময়, ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই দুর্ঘটনার পরে ট্রাকটি রেখে চালক ও তার সহকারী দ্রুত পালিয়ে গেছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাকটির চালক ও তার সহকারীকে গ্রেফতারের চেষ্টা চলমান আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর