জয়পুরহাটে বাস-বাইসাইকেল সংঘর্ষ
জয়পুরহাটের কালাই উপজেলাতে হানিফ পরিবহনের বাসের ধাক্কাতে ধনেশ্বর মহন্ত (৭০) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের শিমুলতলী এলাকাতে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ধনেশ্বর মহন্ত কালাই উপজেলার আওড়া গ্রামের মৃত ফোরকান মহন্তর এর ছেলে বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, মহন্ত বাইসাইকেল চালিয়ে কালাই পাঁচশিরা বাজারে দিকে যাচ্ছিলো। পথিমধ্যে শিমুলতলী এলাকাতে হানিফ পরিবহনের একটি বাস বাইসাইকেলটিকে পিছন দিক হতে ধাক্কা দেয়। এতে করে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেন।
স্বাধীনতার বার্তা / মেবি
