সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনকে হত্যার পরিকল্পনা করেন তার ছাত্রী বর্ষা ও বর্ষার প্রেমিক মাহির রহমান। গত ২৫ সেপ্টেম্বর হতে তারা এই পরিকল্পনা শুরু করেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘হত্যার দিনে মাহিরের সাথে তার আরও দুজন বন্ধু ছিল। হত্যা করার জন্য তারা নতুন দুটি সুইচ গিয়ার কেনেন। জোবায়েদের শরীরে এলোপাতাড়ি ছুরি চালায় মাহির। আর মাহিরকে এই জঘন্য হত্যার জন্য বলেন বর্ষা।’

এটা বর্ষা ও মাহিরের পূর্ব পরিকল্পিত হত্যা উল্লেখ করে ওসি বলেছেন, ‘বর্ষার সাথে মাহিরের দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিল। তবে মাঝে আবার বর্ষা জোবায়েদের প্রতি দুর্বল হয়ে পড়ে। এই সময় বর্ষা তার প্রেমিক মাহিরকে না করে দেয় ও সে জোবায়েদকে পছন্দ করে এ কথা জানায়। তবে কিছুদিন পরেই তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় বর্ষা জানায় যে জোবায়েদকে আর ভালো লাগে না। সে সময় জোবায়েদকে হত্যার পরিকল্পনা শুরু করেন বর্ষা ও মাহির।’ 

প্রাথমিকভাবে জোবায়েদকে হত্যার এ পরিকল্পনা বর্ষা স্বীকার করেননি বলে জানিয়েছেন রফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘পরবর্তী সময়ে মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সব সত্যতা জানায় তারা। জোবায়েদকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সেটা গত ২৫ সেপ্টেম্বর হতেই পরিকল্পনা করেন তারা। এখন

অব্দি বর্ষাসহ চারজনকে আটক করা হয়েছে। এই মামলার শেষ প্রস্তুতি চলমান রয়েছে।’ 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর