ঢাকাতে পৌঁছেছেন জুবাইদা রহমান
যুক্তরাজ্য হতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার কিছুক্ষণ পূর্বে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
পৌঁছেছে।
এর পূর্বে, গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছিলেন তিনি।
গতকাল রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, বিমানবন্দর হতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন জুবাইদা রহমান। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে, আসলে ঠিক কখন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
