জোবায়েদ হত্যার ঘটনায় মামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জোবায়েদ হোসেনের বাবা নিজে বাদি হয়ে এই মামলা দায়ের করেছেন। এর পূর্বে জোবায়েদ হত্যা মামলায় অভিযুক্তদের মাঝে একজন মো. মাহির রহমানকে আটক করেছে পুলিশ। নিহত জোবায়েদের পরিবারের করা অভিযোগের উপর ভিত্তি করে মাহিরকে শনাক্ত করা হয়েছে।
বিগত এক বছর যাবত ওই বাড়িতেই বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন জোবায়েদ হোসেন। ঘটনার পরে বর্ষাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে পুলিশ হেফাজতে নেয়। রবিবার রাত ১১টায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাসা হতে থানায় আনা হয়।
রবিবার (১৯ অক্টোবর) বিকালে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হয় পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন। আরমানিটোলার একটি বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় জোবায়েদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বাধীনতার বার্তা / মেবি
