জনস্রোতে পূর্ণ হয়ে আছে ৩০০ ফিট এলাকা
দীর্ঘ ১৭ বছরের অধিক সময় পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলার জন্য জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা)।
আজ (২৫ ডিসেম্বর) সকাল হতে ৩০০ ফিট এলাকা সড়কের দুই পাশে ও মাঝখানে বিপুলসংখ্যক মানুষের অবস্থান দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম আরো বাড়তে থাকে।
সকাল বেলা সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৩০০ ফিট এলাকার আশেপাশের নানা সড়কে নেতাকর্মীদের নিয়ে আসা যানবাহনের দীর্ঘ সারি। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত হতেই দেশের নানা প্রান্ত হতে তৃণমূলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন ৩০০ ফিট এলাকার সড়কে।
স্বাধীনতার বার্তা / মেবি
