সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ঝিনাইদহে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে রবিউল ইসলাম (৬০) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলামের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শাপাহাটি গ্রামে বলে জানা যায়।

G3otokal মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পার্শ্ববর্তী ঢাকা-ঝিনাইদহ সড়কের মারকাজ মসজিদ এলাকাতে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পঞ্চগড় হতে একটি ট্রাক বালু নিয়ে যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ শহরের মারকাজ মসজিদের সামনে পৌঁছালে মাগুরা হতে বিচালি বোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। এতে করে বিচালি বোঝায় করা ট্রাকের চালক রবিউল ইসলাম গুরুতর আহত হয়েছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থল হতে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেছেন, ট্রাক চালক রবিউল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেছেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি জব্দ করা হয়। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর