সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মাঝে দুজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছে ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, দীর্ঘদিন যাবত ওই গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মাঝে সামাজিক বিরোধ চলছিল। যার জেরে সাম্প্রতিক দু-গ্রপের মাঝে বেশ কয়েকবার মারামারিও হয়েছে।

আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সঙ্গে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক কলহের সৃষ্টি হলে পরবর্তীতে ঘটনাটি দু-গ্রুপের সংঘর্ষে রুপ নেয়। এই সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এই সময় ২টি বাড়ি ভাংচুর করা হয়েছে।

‎খবর পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর