জীবন বীমা করপোরেশনের নতুন এমডি হচ্ছে জিয়াউল হক
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসেবে নিয়োগ প্রদান করেছে সরকার। একই সাথে তার চাকরি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ন্যস্ত করা হয়।
গতকাল (৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অপরদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য হন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মিজানুর রহমান। এইজন্য তার চাকরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যস্ত করে ভিন্ন আরেকটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
স্বাধীনতার বার্তা / মেবি
