জেড আই পান্নাকে ট্রাইব্যুনালে হাজিরার আদেশ
গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে না আসার জন্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তলব করা হয়। তলবের পরে আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি ট্রাইব্যুনালে হাজির হন। গত ২৩ নভেম্বর হাসিনার পক্ষ হতে লড়তে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন আইনজীবী জেড আই খান পান্না। এই বিষয়ে শুনানির পরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে স্টেট ডিফেন্স হিসেবে তাকে নিয়োগ দিয়েছিলেন।
স্বাধীনতার বার্তা / মেবি
