জয়পুরহাটে মধ্যরাতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১
জয়পুরহাটে মধ্যরাতে দুর্বৃত্তদের হামলাতে একজন নারী নিহত হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে আরো একজন।
গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট সদর উপজেলার চকবরকতের চিরলা গ্রামে এই ঘটনা ঘটেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, চকবরকত ইউনিয়নের চিরলা সরদারপাড়া গ্রামে একই রুমে ঘুমিয়ে ছিল ফুফু, ভাতিজি। গভীর রাতে দুর্বৃত্তরা তাদের ঘরে ঢুকে টিউবওয়েলের হাতল দিয়ে মাথাতে আঘাত করে পালিয়ে যায়। এতে করে ঘটনাস্থলেই নুরনাহার (৪৫) নিহত হয়। তিনি একই গ্রামের আব্দুল গফুরের মেয়ে ছিলেন।
এরপর, নুরনাহারের ভাতিজিকে গুরুতর আহত অবস্থাতে জয়পুরহাট জেনারেল হাসপাতালে আনা হয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে রাতেই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা নাজমুল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে কিংবা কারা কী উদ্দেশ্যে এই হত্যা করেছে সেটি তদন্ত করা হচ্ছে।
স্বাধীনতার বার্তা / মেবি
