সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাংলাদেশ কোস্টগার্ড একটি অভিযান চালিয়ে অন্তত ২৮ লাখ টাকা দামের চার হাজার কেজি জাটকা (ছোট ইলিশ মাছ) মাছ জব্দ করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচরের বাউশিয়া এলাকাতে এই অভিযানটি চালানো হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক গণমাধ্যমে প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৪ নভেম্বর হতে শুরু হওয়া অভিযানটি চলমান ছিল ৫ নভেম্বর গভীর রাত পর্যন্ত। চলমান এ অভিযানের সময় মুন্সিগঞ্জের গজারিয়া এলাকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহভাজন একটি ট্রাক ও দুইটি যাত্রীবাহী বাস তল্লাসী করা হয়েছে।

এইসময় এ পরিবহণগুলো হতে প্রায় চার হাজার কেজি জাটকা মাছ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য হলো ২৮ লাখ টাকা।

পরবর্তীতে জব্দকৃত মাছগুলো গজারিয়া উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। এইসময় ট্রাকচালক, বাসচালক ও সহযোগীদের মুচলেকা নিয়ে গাড়ি ছেড়ে দেয়া হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর